• ঢাকা
  • মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৪
আপডেট : ২২ আগস্ট, ২০২৪



জনগনের সব অধিকার কেড়ে নিয়ে এখন তারাই পালিয়ে গেছে জামায়াত আমির

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি : আমি জানিনা এমন প্রতিবেশী দেশ বিশ্বে অন্য কেউ পেয়েছে কিনা আমাদের দেশে সাড়ে ১৫ বছর একটা সরকার ছিলো, তারা দেশকে কানাডা বানাবে, বন্যা হলো সেই কানাডার দৃশ্য উন্নয়নের প্রপাগান্ডা, সবই ছিলো মিথ্যে।তারা জনগনের সব অধিকার কেড়ে নিয়ে পালিয়ে গেছে। আমাদের ছাত্র জনতা তাদের তাড়িয়েছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে আসা পানির ঢলে সৃষ্টি হওয়া বন্যায় বাংলাদেশের বেশ কয়েকটি জেলার মানুষের দুর্ভোগ। ভারত শুকনো মৌসুমে সময় গেইট বন্ধ রাখে, আর বর্ষার সময় গেইট খুলে দেয় তারা।
আমাদের খুব কাছের বন্ধু দরকারের সময় পানি দেয়না, যখন দরকার নেই তখন দেয়। পতন হওয়া সরকার বলেছিলো দেশকে সিংগাপুর বানাবে, এই হলো সিংগাপুরের বর্তমান অবস্থা।
উন্নয়নের রাজপথে এখন পানি আর পানি। ভারত শুকনোর সময় পিপাসায় মারে, দেশকে মরুভূমি বানায় আর বর্ষায় পানি ছাড়ে। গত দু সপ্তাহ ধরে চলা অস্বাভাবিক জোয়ার এবং অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা কবলিত এলাকা লক্ষ্মীপুরের রামগতি পরিদর্শনে এসে জামায়াতের কেন্দ্রীয় আমীর ডা: সফিকুর রহমান এসব কথা বলেন।
২২ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৩টায় তিনি উপজেলার ৩নং চরপোড়াগাছা ইউনিয়নের শেখের কিল্লা এলাকায় এসে পৌঁছান। ঘন্টাব্যাপি এ অবস্থানে তিনি আজাদনগর, চর পোড়াগাছা, শেখের কিল্লা, হাজীগঞ্জ এলাকার বন্যাকবলিত বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখেন। এ সময় তিনি দুর্গতদের মাঝে শুকনো খাবার, নিরাপদ পানি, নগদ অর্থসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের ড. সফিকুর রহমান, সহ:সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভুইয়া, নায়েবে আমির এ আর হাফিজ উল্লাহ, সেক্রেটারি ফারুক হোসেন নুর নবী, রামগতি উপজেলা শাখা আমির মাওলানা আবদুর রহিম, সেক্রেটারি আলী মর্তুজা, পৌর আমির আবুল খায়ের, সেক্রেটারি মেজবাহুল মাওলাসহ প্রমূখ নেতৃবৃন্দ।
ডা: সফিকুর রহমান দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, এ দুর্যোগে সবাই সহযোগিতার জন্য নেমে পড়ুন। দোয়া করুন মহান আল্লাহ যেন আমাদের এ বিপদ থেকে রক্ষা করেন।
এর আগে জামায়াত আমির ফেনী, নোয়াখালীর বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে সুবর্ণচর ও নোয়াখালী সদর উপজেলা হয়ে লক্ষ্মীপুরের রামগতি এসে পৌঁছান। উপজেলার আজাদনগর থেকে হাজার হাজার নেতা-কর্মীরা তাঁকে বরণ করে নেন।

আরও পড়ুন