• ঢাকা
  • মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৪
আপডেট : ২১ আগস্ট, ২০২৪



ইউপি চেয়ারম্যানসহ মেম্বারদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের পদত্যাগ ও বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছে স্থানীয়রা। এসময় চেয়ারম্যান, মেম্বার ও কোন কর্মকর্তা-কর্মচারি এবং গ্রামপুলিশও পরিষদে উপস্থিত ছিলেননা।বুধবার সকাল দশটায় (২১ আগষ্ট) বৃষ্টির মধ্যে রায়পুর -পানপাড়া-রামগঞ্জ সড়কের নয়ারহাট এলাকায় কেরোয়া ইউনিয়ন পরিষদের সামনে সড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন  ছাত্রদের সমন্বয়কারি ওয়ালি উল্লাহর নেতৃত্বে, নাইম হোসেন, হাসিবুর রহমান, মোঃ রায়হান, হেলাল উদ্দিন, মো. তাজল, হাসেম মিয়া প্রমূখ।
বক্তারা অভিযোগ করে বলেন, রেখা ও মেম্বারগণ অবৈধ জনপ্রতিনিধি, ঘুষখোর, মানুষকে হয়রানীকারি ও তাদের দিয়ে এই ইউপি পরিষদ চলতে পারেনা। ২১ আগষ্ট থেকে ইউনিয়ন পরিষদে তাদেরকে অবাঞ্চিত ঘোষনা করা হলো।
অভিযোগের বিষয়ে কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর আক্তার রেখা বলেন, আমার বিরুদ্ধে যে আনা অভিযোগ ভিত্তিহীন। আমি সর্বস্তরের সেবা দিয়ে আসছি।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর