প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজনে ১৭ আগষ্ট (শনিবার) বিকেলে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।লিখিত বক্তব্যে জেলা কমিটির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু ও যুগ্ন আহবায়ক এ্যাড: হাছিবুর রহমান বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে লক্ষ্মীপুরসহ সারাদেশে অবৈধ ভাবে ও ভোট কারচুপির মাধ্যমে প্রশাসনের সহায়তা নিয়ে সন্ত্রাসী ও গডফাদারদের কে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে নির্বাচিত করা হয়।
এসকল জনপ্রতিনিধি দীর্ঘ দিন ধরে পলাতক থাকায় স্থানীয় সরকার উন্নয়ন ও জনসাধারণের সেবা বিঘ্নিত হচ্ছে। লক্ষ্মীপুরে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করায় জেলা বিএনপি বর্তমান অন্তবর্তি সরকারের কাছে আবেদন করছে এসব জনপ্রতিনিধি অনুপস্থিতিতে প্রশাসক অথবা প্রশাসনের জনপ্রতিনিধি নিয়োগ দেওয়ার জন্য ।
এ ব্যাপারে ১৮ আগষ্ট (রোববার) লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে । এতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজনকে উপস্থিত থাকার আহবান জানান। এসময় বিএনপিসহ তাদের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :