ঢাকাসহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। দুইদিনের কেন্দ্রীয় কর্মসূচির প্রথম দিনে বুধবার বিকেলে ‘ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি সরকার ও তার দোসরদের বিচারের দাবিতে’ রাজধানী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা, যা পরে সমাবেশে রূপ নেয়। এদিন ঢাকা মহানগরের সব থানা ও ওয়ার্ডেও মিছিল করেন নেতাকর্মীরা। এমনকি গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়েও নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। আজ বৃহস্পতিবারও সারাদেশের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি রয়েছে। একই সঙ্গে এদিন ঘিরে সারাদেশের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে
১৫ আগস্ট শোক দিবসকে কেন্দ্র করে পতিত আওয়ামী লীগ আবার সংগঠিত হতে পারে, এমন আশঙ্কায় বিএনপি ‘গণহত্যা’র অভিযোগে বিচারের দাবিতে ১৪ ও ১৫ আগস্ট দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব দলীয় কার্যালয়ের সামনে দুদিনের অবস্থান কর্মসূচি ঘোষণা করে। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য কামনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য ১৬ আগস্ট দোয়ার কর্মসূচি দেয়।
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন জানান, বৃহস্পতিবারও সারাদেশে প্রত্যেক জেলা, উপজেলা এবং ঢাকায় ওয়ার্ডগুলোতে অবস্থান কর্মসূচি চলবে।
আপনার মতামত লিখুন :