• ঢাকা
  • মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৪
আপডেট : ২৮ জুলাই, ২০২৪



যুবককে ছুরিকাঘাতে হত্যা

গ্রামীণ কণ্ঠ

রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে সা‌ব্বির আহ‌ম্মেদ (২২) না‌মের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নগরীর চন্দ্রীমা থানার ছোট বনগ্রামের খোরশেদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সাব্বির একই এলাকার হায়দার আলীর ছেলে। এই ঘটনায় মিজানুর রহমান নামের এক যুবককে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, টাকা লেনদেন নিয়ে সা‌ব্বির আহ‌ম্মেদ ও মিজানুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে মিজানুর রহমানেরর ছুরিকাঘাতে আহত হন সাব্বির। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। পরে এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মিজানুর রহমানকে আটক করে। নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে।এ বিষয়ে চন্দ্রিমা থানা পুলিশের ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান বলেন, পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে সাব্বির নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে মিজানুর নামের একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মরদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন