• ঢাকা
  • বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৪
আপডেট : ২৪ জুলাই, ২০২৪



লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ৪৫ জন নেতাকর্মী গ্রেফতার

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি : লক্ষ্মীপুরে কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে সহিংসতার অভিযোগে ৩ দিনে বিএনপি জামায়াতের ৪৪ জন নেতা কর্মীকে  গ্রেফতার করেছে পুলিশ।  এর মধ্যে গত ২৪ ঘন্টায় জেলার ৬ থানা থেকে ১৪ জনকে পৃথক গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সদর থানায় ৪ জন,রায়পুরে ৫ জন,কমলনগরে ২ জন,রামগঞ্জে ২ জন,রামগতিতে ২ জন ও চন্দ্রগঞ্জে ৩ জন গ্রেফতার হয়েছে। এছাড়া মঙ্গলবার(২৩ জুলাই) ১৪ জন এবং সোমবার(২২জুলাই) ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়,দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীরা বিস্ফোরন ঘটানো সহ দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে সড়কে চলাচলে বাধা প্রদান সহ বিভিন্নভাবে নাশকতা ঘটায়।
নাশকতার ঘটনায় ২১ জুলাই সোমবার সদর থানার এসআই অলিউল্যা বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। লক্ষ্মীপুর সদর থানা মামলা নং-২৯/২৮৭। এ মামলায় এজাহার নামীয় ১৩ জন সহ অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামী করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
সদর থানায় আটক কৃতদের নতুন দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। এছাড়া জেলার অন্য থানা চন্দ্রগঞ্জ,রায়পুর,রামগঞ্জ,কমলনগর ও রামগতি থানায় আটককৃতদের পুরনো মামলার আসামী হিসে আটক দেখানো হচ্ছে।
গ্রেফতার নেতা-কর্মীরা হলেন ইমতিয়াজ আহমেদ বাবু,আজাদ মাহামুদ নিয়াজ,মো. জাহাঙ্গীর,মো. মহিউদ্দিন,মো. মেরাজ হোসেন,জয়নাল,আমজাদ হোসেন,নাসির উদ্দিন,মনির হোসেন,জাকির হোসেন,রাজিব হোসেন প্রমুখ।
সদর থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার জানান,২১ জুলাই সোমবার জেলা শহরের উত্তর তেমুহনী বাজার মুখে সন্ত্রাসীরা বিস্ফোরক সহ দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে সড়কে হাঙ্গামা ও যান চলাচলে বাধা সৃষ্টি করায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ একাধিক অভিযান করে বিভিন্ন স্থান থেকে আসামীদের আটক করছে।

অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান,নাশকতাকারিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নাশকতার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা। প্রতিদিনই নাশকতাকারিদের আটকে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া বর্তমানে লক্ষ্মীপুরে জনজীবন স্বাভাবিক রয়েছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায় । এ ছাড়া অভ্যন্তরীণ রুটে ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন