প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্ন মামলায় বিএনপি ও সহযোগি সংগঠনের ৯ কর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তাদের মধ্যে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট মামলায় দুইজন এবং ৭ জন নিয়মিত মামলার আসামিকে গ্রেপ্তার হয়েছে। ১৭- ১৮ জুলাই (বৃহস্পতিবার) ভোর পর্যন্ত উপজেলার বামনী ইউপির শিবপুর, কেরোয়া, চরবংশী ও চরআবাবিল ইউপির বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।আসামীরা হলেন, নিয়মিত মামলার আসামী কেরোয়া গ্রামের বিএনপি নেতা জহিরুল ইসলাম বাচ্চু, মোঃ আরিফ, মোঃ কবির, বামনী ইউপির শিবপুর গ্রামের বিএনপি নেতা জাহাঙ্গির কবির ভূঁইয়া, জুয়েল আহাম্মেদ, চরআবাবিল গ্রামের সাইফুল ইসলাম শামিম, আরিফুর রহমান ও রুহুল আমিন এবং ওয়ারেন্টভুক্ত আসামী মধ্য কেরোয়া গ্রামের শাহজাহান সাদ্দাম ও দক্ষিন চরবংশী ইউপির আকনবাজার এলাকার আক্তার হোসেন।।
রায়পুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার বলেন, ২০২৩ সালের মে মাসে রায়পুর বাসটার্মিনালের একটি সংঘর্ষের মামলায় বুধবার রাতে বিএনপির ৭ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। রোববার আদালতে জামিন চাওয়া হবে।
রায়পুর থানার ওসি তদন্ত আরেফিন সিদ্দিকি বলেন, গ্রেপ্তারদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :