• ঢাকা
  • মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪
আপডেট : ১৭ জুলাই, ২০২৪



লক্ষ্মীপুরে ইয়াবা, গাঁজাসহ দেবর-ভাবী ও পিতা-পুত্র গ্রেপ্তার

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি :লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ১ হাজার পিস ইয়াবা টেবলেটসহ দেবর-ভাবী এবং দুই কেজি গাঁজাসহ পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৭ জুলাই) দুপুরে পৃথক মাদক মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো- নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউপির শংকরপুর গ্রামের নুরুল আমিন প্রকাশ নুর আলম (৬৭) ও তার ছেলে রহমত উল্যাহ (৩৭)। অপর দুইজন হলো- সুধারাম থানার নেয়াজপুর ইউপির দেবীপুর গ্রামের মোঃ মিজানের মেয়ে বিবি আয়েশা লিপি (২৭) ও চর দরবেশপুর গ্রামের হেলাল উদ্দিন মোল্লার ছেলে সাজ্জাদুর রহমান পিয়াল (২৮)। তারা দুজনে সম্পর্কে দেবর ভাবী হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই গিয়াস উদ্দিন, এএসআই সাইদুর রহমান ও এএসআই রূপম চন্দ্র করসহ সঙ্গীয় ফোর্স হাজিরপাড়া ইউপির বড়বল্লভপুর রাস্তার মাথা থেকে ইয়াবা টেবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত অবস্থায় বিবি আয়েশা লিপি ও তার দেবর সাজ্জাদুর রহমান পিয়ালকে হাতেনাতে আটক করেন।

পরে তাদের দেহ তল্লাশী চালিয়ে স্কসটেপ মোড়ানো অবস্থায় ৪টি প্যাকেটে ১ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। অপর এক অভিযানে রাত ১০টার দিকে চন্দ্রগঞ্জ ইউপির পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান নামক এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ নুরুল আমিন প্রকাশ নুর আলম ও তার ছেলে রহমত উল্যাহকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে এরআগেও কয়েকটি মাদক মামলা আদালতে চলমান রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানিয়েছেন, পৃথক অভিযানে ১ হাজার পিস ইয়াবা টেবলেটসহ দেবর-ভাবী এবং ২ কেজি গাঁজাসহ পিতা-পুত্রকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, আসামিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এরআগেও তাদের বিরুদ্ধে আদালতে কয়েকটি মাদক মামলা চলমান আছে।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর