প্রতিনিধি:জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী লক্ষ্মীপুরে মোট জনসংখ্যা ১৯ লাখ ৩৭ হাজার ৯৪৮ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ১৩ হাজার ৯৯ (৪৭.১২ শতাংশ) এবং নারী ১০ লাখ ২৪ হাজার ৭৬৩ জন (৫২.৮৮ শতাংশ)। এছাড়া তৃতীয় লিঙ্গের সদস্য ৮৩ জন। জেলায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১ লাখ ১১ হাজার ৬৬৪ জন বেশি।প্রতিবেদনে বলা হয়, জেলায় খানার সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ২৩৬। এর মধ্যে গ্রামে ৩ লাখ ৪৬ হাজার ৬০ এবং শহরে ১ লাখ ১৩ হাজার ১৭৬। বাসগৃহের সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ১৩১। জেলায় মোবাইল ফোন ব্যবহার করে (১৫ বছরের উর্ধ্বে) ৭০.৫১ শতাংশ এবং ইন্টারনেট ব্যবহার করে ৪১.৮২ শতাংশ। বিদ্যুৎ সুবিধা পাচ্ছে ৯৯.২১ শতাংশ এবং বিদ্যুৎ বঞ্চিত ০.৭৯ শতাংশ। জনসংখ্যার ১৪ লাখ ৫৫ হাজার ৪৬৯ জন গ্রামে এবং ৪ লাখ ৮২ হাজার ৪৭৯ জন শহরে বাস করে।
২৭ জুন (বৃহস্পতিবার) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সহযোগীতায় জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় অনুষ্ঠানটি আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা পরিসংখ্যান কর্মকর্তা গৌতম কৃষ্ণ পাল প্রমুখ।
আপনার মতামত লিখুন :