মোংলা (বাগেরহাট):মোংলায় নদীতে মাছ ধরতে গিয়ে মহিদুল শেখ (২৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।বৃহস্পতিবার (২৭ জুন) ভোর ৪টায় উপজেলার সোনাইলতলা ইউনিয়নের মোংলা বঙ্গবন্ধু ঘষিয়াখালী নৌ চ্যানেলে এঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত খোঁজ মেলেনি মহিদুল শেখের। ফায়ার সার্ভিস ও মোংলা নৌ পুলিশের একটি ডুবুরি দল নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। নিখোঁজ মহিদুল শেখ মোংলা উপজেলার উলুবুনিয়া এলাকার আ: রশিদ শেখের ছেলে।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম মহিদুলের নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ ভোর আনুমানিক ৪টার দিকে মোংলা ঘষিয়াখালীর নৌ চ্যানেলের জয়খাঁ নামক স্থানে নদীতে মাছ ধরার সময় ঐ রুটদিয়ে যাওয়া লাইটার জাহাজের পাখার সাথে দড়ি পেঁচিয়ে জেলেদের নৌকাটি ডুবে যায়।
এসময় নৌকায় থাকা দুই জেলের ভিতরে তরিকুল শেখ নামে এক জেলে সাতরে কুলে উঠতে পারলেও মহিদুল শেখ (২৫) নিখোঁজ রয়েছে। এ ঘটনায় লাইটার জাহাজটিকে আটক করা না গেলেও তাকে সনাক্ত করনের কাজ চলমান রয়েছে বলে জানান নৌ পুলিশের এ কর্মকর্তা।
নিখোঁজ মহিদুল শেখের ১০ মাসের ও ২বছরের দুটি ছেলে সন্তান রয়েছে।
আপনার মতামত লিখুন :