• ঢাকা
  • বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ জুন, ২০২৪
আপডেট : ১৫ জুন, ২০২৪



পরিবেশ রক্ষায় লক্ষ্মীপুরে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: কেন্দ্রীয় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরেও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে নেতাকর্মীরা। সকালে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁঁইয়ার উদ্যোগে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা করা হয়। এর আগে রায়পুর লুধুয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।এসময় উপস্থিত ছিলেন- রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, যুবলীগ নেতা জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, মাহবুবুর রহমান মাহবুব, গোফরান বাবু, দিপু মাহমুদ প্রমুখ।
যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া জানান, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে সাড়া দিয়ে অতিতের ন্যায় যুবলীগ পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর