• ঢাকা
  • মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ জুন, ২০২৪
আপডেট : ১৫ জুন, ২০২৪



লক্ষ্মীপুরে অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার পথে লঞ্চ আটকে দিলেন ম্যাজিষ্ট্রেট

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: লক্ষ্মীপুর-ভোলা- বরিশাল নৌরুটে অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে এমভি পারিজাত -১ নামে একটি লঞ্চকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার (১৫ জুন) দুপুরে সদরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাট এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুজিবুর রহমান।এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ ট্রাফিক ইন্সপেক্টর আবদুর রহমান, নৌ-পুলিশের সহকারী উপ পরিদর্শক মো. সাইফুজ্জামান।
জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুর ভোলা-বরিশাল নৌ-রুটে যাত্রীদের উপছে পড়া ভীড় থাকে। এ সুযোগে লঞ্চগুলো সরকারের নির্দেশনা অমান্য করে ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহণ করে থাকে।  এমন অভিযোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মজুচৌধুরীর হাট লঞ্চঘাট এলাকায় অভিযান চালানো হয়।  এমবি পারিজাত-১ নামে একটি লঞ্চ ধারণ ক্ষমতা ছিল ৪০০ অথচ ৬০০ যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্য রওনা হয়। নির্দেশনা অমান্য করে যাওয়ার পথে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুজিবুর রহমান লঞ্চ আটকে দেয়। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এমবি পারিজাত-১ লঞ্চকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুজিবুর রহমান বলেন, ঈদ এলেই লক্ষ্মীপুর ভোলা-বরিশাল নৌ-রুটে ঘরমুখো যাত্রীদের ভীড় থাকে। এ সুযোগে কিছু অসাধু লঞ্চ ঝুঁকি জেনেও অতিরিক্ত যাত্রী নিয়ে নদীপথে যাতায়াত করে। অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ-১৯৭৬ এর ৬৬ ধারা ভ্রাম্যমান আদালত চালিয়ে এমবি পারিজাত-১ কে  ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন