
প্রতিনিধি: লক্ষ্মীপুরে টিকেট বিক্রি নিয়ে দুই কাউন্টারের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (৮জুন) দুপুরে শহরের ঝুমুর এলাকায় এমন ঘটনা ঘটে। মারামারির ঘটনায় ফাহিম ও জাহাঙ্গীর নামের দুই যুবককে করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম স্টার লাইন পরিবহনের ঝুমুর কাউন্টারের ম্যানেজার ও জাহাঙ্গীর ঢাকা এক্সপ্রেসের ঝুমুর কাউন্টারের ম্যানেজার। শনিবার দুপুরে এক যাত্রীর কাছে টিকেট বিক্রিকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ড হয়। পরে জাহাঙ্গীরের ভাইয়েরা আসলে মারামারিতে রুপ নেয়। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ফাহিম ও জাহাঙ্গীরকে আটক করে থানায় নিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর থানার এএসআই আশিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত লিখুন :