• ঢাকা
  • মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ মে, ২০২৪
আপডেট : ২৫ মে, ২০২৪



ধানক্ষেত থেকে অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার

গ্রামীণ কণ্ঠ

জামালপুরে ধানক্ষেত থেকে শাহাদাত হোসেন নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে জামালপুর সদর থানার পুলিশ।নিহতের পরিবার জানায়, শাহদত হোসেন শুক্রবার রাতে অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। আজ শনিবার সকালে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পারপাড়া গ্রামে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের কিছুটা অদূরে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এদিকে ঘটনাস্থলের পাশের গ্রাম পূর্ব কুটামনি এলাকায় বাঁশঝাড়ে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা পরিত্যাক্ত অবস্থায় পরে ছিলো, পরে পুলিশ অটোরিক্সাটিও উদ্ধার করে। নিহত শাহাদাত সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ভেড়া পাথালিয়া গ্রামের জাবেদ আলীর ছেলে। সে গতকাল রাতে বের হয়ে আর বাড়ি ফিরেনি।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহত অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের অটোরিক্সাটি উদ্ধার করা হলেও ব্যাটারি চুরি হয়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

আরও পড়ুন