• ঢাকা
  • মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ মে, ২০২৪
আপডেট : ২১ মে, ২০২৪



এমপি পছন্দের প্রার্থীর পক্ষে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার ইউপি চেয়ারম্যান আটক

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুর সোয়া ২ টার দিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করায় তাকে আটক করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ২১ মে (মঙ্গলবার) সকাল ১০ টার দিকে ভাদুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করে দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এরপর কিছুক্ষণ তাকে কেন্দ্রের সামনে বসিয়ে রাখা হয়। পরে তাকে থানায় পাঠানো হয়েছে। প্রায় ৪ ঘন্টা ধরে তিনি থানায় বসিয়ে রাখা হয়েছে।
জানা যায়, আটক জাবেদ চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর (মোটরসাইকেল) হয়ে কাজ করছেন। তার পক্ষে জাবেদ কেন্দ্রে গিয়ে প্রভাব বিস্তার করছিল। এতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে আটক করে কেন্দ্রে পৃথক স্থানে বসিয়ে রাখে।
দুপুরে থানায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যাম জাবেদ হোসেন বলেন, আমি কোন প্রভাব বিস্তার করিনি। কেন্দ্রটি আমার বাড়ির সামনে। বাড়ি থেকে বের হয়ে কেন্দ্রে গেলে আমাকে থানায় নিয়ে আসা হয়। তবে কি জন্য থানায় এনেছে তা জানেন না বলে জানিয়েছেন তিনি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ভোট কেন্দ্র থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট চেয়ারম্যান জাবেদকে আটক করেছেন। পরে তাকে থানায় আনা হয়। তবে কেন তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।

 

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর