• ঢাকা
  • বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ মে, ২০২৪
আপডেট : ১৪ মে, ২০২৪



লক্ষ্মীপুর কমলনগরে অপহরণের তিনদিন পর স্কুল ছাত্রী উদ্ধার

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে অপহরণের তিনদিন পর স্কুল ছাত্রীকে উদ্ধার করেন থানা পুলিশ। ১৪ মে (মঙ্গলবার) দুপুরে উপজেলার চরলরেন্স এলাকা থেকে ছাত্রী উদ্ধার করে।ঘটনার প্রধান আসামী ইয়াছিন কে ঘটনারস্থল থেকে গ্রেফতার করা হয়। স্কুল ছাত্রী উপজেলার চর জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। মো.ইয়াছিন আরাফাত চর বাদাম ইউপি’র নুরুল ইসলাম মাঝির ছেলে।
কমলনগর থানার উপ-পরিদর্শক মো.ইসমাইল সাংবাদিকদের জানান, গত শনিবার (১১মে) সকালে স্কুলের যাওয়ার পর থেকে তার মেয়ের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না পরিবার। পরে ওই দিন ভিকটিমের পিতা সহিদুল ইসলাম বাদী হয়ে ইয়াছসিনসহ ৫ জনের বিরুদ্ধে কমলনগর থানায় একটি মামলা করে।
পরে গোপন সংবাদ পেয়ে আমরা ফোর্স নিয়ে মঙ্গলবার দুপুরে স্কুল ছাত্রী উদ্ধার করি এবং ঘটনার মূল হোতা ইয়াছিন কে গ্রেফতার করি।
ইনচার্জ (ওসি) মো.তহিদুল ইসলাম জানান, স্কুল ছাত্রী অপহরণের পর থেকে পুলিশ অভিযান পরিচালনা করে স্কুল ছাত্রীকে উদ্ধার করে। প্রধান আসামী কে আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর