• ঢাকা
  • মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৪
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৪



লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ

গ্রামীণ কণ্ঠ

তীব্র তাপপ্রবাহে মানুষের জীবন যখন ওষ্ঠাগত, ঠিক এমন দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সংগঠনের পরিচয় দিল লক্ষ্মীপুরের যুবলীগ। সারা দেশের মতো তীব্র দাবদাহে হাঁপিয়ে উঠেছে এ জেলার মানুষ। যার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সঙ্গে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে সুপেয় পানি, গরম সহনীয় ছাতা, ও খাবার স্যালাইন বিতরণ করেছে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুঁইয়া। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা শহরের উত্তর তেমুহনী মুজিব চত্বরে এ সহায়তামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। এর পাশাপাশি হিট স্ট্রোক রোধে করণীয় সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করে যুবলীগের নেতাকর্মীরা। যুবলীগের এমন কর্মকাণ্ডে খুশি সাধারণ মানুষ। বায়েজিদ ভুইয়া বলেন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানের নির্দেশে মানবিক যুবলীগের পক্ষে এ কার্যক্রম শুরু করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

আরও পড়ুন