• ঢাকা
  • শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৪
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৪



কারাগার থেকে বের হয়ে এখন তার কাছে পৃথিবীটাই বড় কারাগার

গ্রামীণ কণ্ঠ

দরিদ্র পরিবারের মেয়ে রেখা খাতুন। পরিবারের অভাব-অনটনের মধ্যে মাত্র ১৪ বছর বয়সে বিয়ে হয়েছিল স্থানীয় দিনমজুর কোরবান আলীর সঙ্গে। স্বামীকে নিয়ে বসবাস করতেন লালমনিরহাট শহরের খোঁচবাড়ি এলাকায়। কিন্তু বিয়ের কয়েকদিন পরেই রেখাকে কুপ্রস্তাব দেয় স্বামীর বড় ভাই। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ২৪ বছর কারাগারে থাকতে হয়েছে রেখাকে। দীর্ঘ কারাভোগের পর জেল থেকে বের হয়ে রেখা দেখেন, মা-বাবাসহ পরিবারের ২৫ সদস্য মারা গেছেন। যাদের কোনো খবরই পাননি মেয়েটি। ধরলা নদীতে বিলীন হয়েছে রেখে যাওয়া বাড়িঘর। স্বামীও আরেক মেয়েকে বিয়ে করে নিরুদ্দেশ হয়েছেন। কারাগার থেকে বের হয়ে এখন তার কাছে পৃথিবীটাই যেন বড় কারাগার হয়ে দেখা দিয়েছে। অথচ তিনি জানেনই না, তার বিরুদ্ধে অভিযোগ কী, আর তাকে কেন ২৪ বছর কারাগারে থাকতে হয়েছে। এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে লালমনিরহাটের রেখা খাতুন নামে এক নারীর জীবনে।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর