• ঢাকা
  • শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৪
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪



লক্ষ্মীপুরে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ সভা

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: লক্ষ্মীপুরে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ ও মতবিনিময় সভা ২২ এপ্রিল সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জেপি দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা,সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: আরিফুর রহমান রহমান প্রমুখ। এসময় জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন জাতীয় পেনশন স্কীমে চট্টগ্রাম সেরা। লক্ষ্মীপুর জেলায় এ পর্যন্ত প্রায় ৩৫০ জন মানুষ স্কীমে রেজিষ্ট্রেশন করেছে তবে আমার রেজিষ্ট্রেশন কার্যক্রম আরও বেশী করার জন্য বিভিন্ন প্রদক্ষেপ নিয়েছি। সকল মানুষের উচিত পেনশন স্কীমে আওতায় আসা। ভবিষ্যত নিরাপত্তার জন্য মানুষে এই স্কীমে সেবা নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর