• ঢাকা
  • মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৪
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৪



বান্দরবানে কেএনএফ আরও ৪ সদস্য কারাগারে

গ্রামীণ কণ্ঠ

বান্দরবান প্রতিনিধি-বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা,টাকা-অস্ত্র লুটের ঘটনায় আটক আরও ৪ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।রবিবার (১৪ এপ্রিল) দুপুরে বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এ এস এম এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।কারাগারে পাঠানোরা হলেন, রুমার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের লাল মিন চহন বমের ছেলে লাল রৌবত বম প্রকাশ আপেল(২৭), বান্দরবান সদর ইউনিয়নের কুহালং ইউনিয়নের লিয়ান জুয়াম বমের ছেলে লাল লম খার বম
প্রকাশ আলম(৩১), রুমা পাইন্দু ইউপির রুয়াল লাই বমের ছেলে মিথুসেল বম প্রকাশ আমং(২৫), বান্দরবান সদর ইউপির রাম খুপ বমের ছেলে লাল রুয়াত লিয়ান বম(৩৮)।আদালত সুত্রে জানাযায়, রুমা ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুঠের ঘটানায় আজ চার জনকে আদালতে উপস্থাপন করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এছাড়া রুমা-থানচিতে একই ঘটনায় এই পর্যন্ত মোট ৬২ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ সত্যতা নিশ্চিত করে জানান, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুঠের ঘটানায় আটক ৪ জনকে আদালতে উপস্থাপন করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশের প্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় তাদের।

উল্লেখ্য এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র-টাকা লুটের ঘটনায় যৌথ অভিযানে আটক ৫৭ জন কুকি-চিন সদস্য ও ব্যাংক ডাকাতিতে ব্যাবহার করা ১ জন গাড়ি চালকসহ মোট ৫৮ জনকে কারাগারে পাঠিয়েছিল আদালত।

আরও পড়ুন