• ঢাকা
  • শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৪
আপডেট : ৪ এপ্রিল, ২০২৪



লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: সুদমুক্ত ঋণ কার্যক্রমের অধীন প্রকল্প গ্রামের কর্মদলের সদস্যদের উন্নয়নে পোল্টি ভ্যাকসিন প্রদান বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ ০৩ এপ্রিল (বৃহস্পতিবার) লক্ষ্মীপুর শহরের ২ নং ওয়ার্ড বাঞ্চানগর মুকবুল আহমদ মিয়ার বাড়িতে অনুষ্ঠিত হয়।
শহর সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী। এ সময় শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর, জেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্টেন্ট সৌরভ দাশ উপস্থিত ছিলেন।শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর জানান, ৩০ জন সুফলভোগী মহিলা সদস্য প্রশিক্ষণ শেষে তাদের মাধ্যমে ওই এলাকার প্রায় ৪ শতাধিক হাঁস ও মুরগীর বাচ্ছাদের ভ্যাকসিন প্রদান করা হয়।
এ ছাড়া প্রশিক্ষনার্থীদের মাঝে ভ্যাকসিন প্রদান করার জন্য শহর সমাজ সেবা পক্ষ থেকে বিভিন্ন ধরনের উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর