• ঢাকা
  • বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৪
আপডেট : ১ এপ্রিল, ২০২৪



বাজুস লক্ষ্মীপুর জেলা শাখার নির্বাচন সম্পন্ন

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জুয়েলারী এ্যাসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে কার্য নির্বাহী সদস্য পদে ৩৯ জন প্রতিদ্ধন্ধি প্রার্থীর মধ্যে ১৯ জন নির্বাচিত হন। শহরের ফুড গার্ডেন রেস্টুরেন্টে রবিবার (৩১ মার্চ) সকাল ১০ টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে টানা বিকেল ৪টা পর্যন্ত। বাজুসের ১৫০ জন সদস্যের মধ্যে ১৪৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ভোট গণনা শেষে নির্বাচিতদের নাম ঘোষনা করেন অতিথিরা।এসময় নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রিপনুল হাসান, কার্য নির্বাহি সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি ও জেলা সাধারণ সম্পাদক প্রনব সাহা।

উপস্থিত কেন্দ্রীয় নেতারা বলেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারাদেশে স্বর্ণ ব্যবসায়ীরা এখন এক ছাতার নিচে। তারই ধারাবাহিকতাই নির্বাচনকে ঘিরে আজ লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীদের মিলন মেলায় পরিণত হয়েছে। বাজুসের প্রেসিডেন্টের কারণেই সদস্যরা এখন তাদের নেতা নির্বাচিত করছেন। নির্বাচনের মাধ্যমে যোগ্যলোক নির্বাচিত হবেন এটিই আমাদের প্রেসিডেন্টের চাওয়া বলে জানান নেতারা।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর