• ঢাকা
  • বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৪
আপডেট : ২৫ মার্চ, ২০২৪



লক্ষ্মীপুরে কর্মদলের সদস্যদের ঋণ গ্রহনের পূর্বে অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষণ

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: সুদমুক্ত ঋণ কার্যক্রমের অধীন কর্মদলের সদস্যদের ঋণ গ্রহনের পূর্বে অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষণ ২৫ নভেম্বর (সোমবার) শহর সমাজ সেবা কার্যালয়ের প্রশিক্ষণ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সকালে প্রশিক্ষণ উদ্বোধন ঘোষণা করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো: নুরুল ইসলাম পাটওয়ারী। এ সময় কোর্স সমন্বয় করেন শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সমাজ সেবা অধিদপ্তর ক্ষুদ্র ঋণ প্রদান করে আসছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঋণ চালু করেন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তাদের অধিকার আদায় আত্ননির্ভরশীল হওয়ার জন্য এই চালু করা হয়েছে।
ঋণ নিয়ে উদ্যোক্তা হতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা চালু করে প্রতিষ্ঠিত হওয়া যায়। পাশাপাশি হাঁস-মুরগী, গবাদি পশু পালন, সোলাই মেশিন দিয়ে কাপড় ব্যবসা করা যায়।
যারা ঋণ গ্রহন করেছে বা করবে তারা যেন অবশ্যই যথাযথ কাজে লাগাতে পারে ঋণ সেই দিকে সমাজকর্মীদের দৃষ্টি দিতে হবে। দিন্যবাপি এই প্রশিক্ষণে দলনেতা সহ ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন