• ঢাকা
  • শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৪
আপডেট : ১৭ মার্চ, ২০২৪



অভিনব কায়দায় হিরোইন পাচার, দুই মাদক কার বাড়ি গ্রেফতার

গ্রামীণ কণ্ঠ

অভিনব কায়দায় হেরোইন প্রাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গতকাল বিকেলে গাজীপুর মহানগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে ফাহাদ ও সাফাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক কারবারে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে জিএমপি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিববাড়ি ধান গবেষণার সামনে মিরপুর ভাষানটেক এলাকা থেকে আসা একটি ট্রাক আটক করা হয়। এসময় গাজীপুরে আসার কারণ জানতে চাইলে তারা কোন সঠিক জবাব দিতে পারেনি। পরে পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে ড্রাইভিং সিটের পেছনে ব্যাকসিটের নিচে থেকে ১ কেজি ৪৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পুলিশ জানায় জব্দকৃত অবৈধ হেরোইনের বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

আরও পড়ুন