• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৪
আপডেট : ১৭ মার্চ, ২০২৪



লক্ষ্মীপুরে নানান আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: ১৭ মার্চ (রোববার) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে।সকালে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সুরাইয়া জাহান,পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু এমপি, সাধারণ সম্পাদক এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে কালেক্টর ভবণে আলোচনা সভা পুরুষ্কার বিতরণী ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কাটা, পুরুষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বিকেলে জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিলসহ তাদের সহযোগী সংগঠন সমূহ নানান অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর