• ঢাকা
  • রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৪
আপডেট : ৯ মার্চ, ২০২৪



লক্ষ্মীপুর দিঘলীতে বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের রক্তের গ্রুপ পরীক্ষা

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: উপকূলীয় জেলা লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার আওতাধীন দিঘলী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে মিয়া বাড়ির জামে মসজিদ প্রাঙ্গনে বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের আয়োজনে ০৮ মার্চ (শুক্রবার) ও হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট এর সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়। দিনব্যাপি এ সময় প্রায় শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়। উপস্থিত মানুষের মাঝে বিনামূল্যে রক্তদানের সচেতনতামূলক লিফলেট বিতরণ ক্যাম্পেইন করা হয়।উপস্থিত ছিলেন বন্ধু ব্লাড ডোনেট ক্লাব এর মুখপাত্র মোঃ ইসমাইল হোসাইন রাসেল, মোঃ আব্দুল মাজেদ, হাফেজ আরিফুল ইসলাম, ইমরান হোসাইন রনি, মোঃ হাসনাত সহ প্রমুখ স্বেচ্ছাসেবীবৃন্দ।
ক্যাম্পিং শেষে সংগঠনের মুখ্যপাত্র জানান প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে যদি আমরা রক্তদানে সচেতন করতে পারি তাহলে রক্তদানের প্রবণতা বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের মাঝে রক্তদান নিয়ে যে ভুল ধারণা আছে তা দূর হবে। আমরা অর্থনৈতিক ও সামাজিকভাবে সকলের সহযোগিতা কামনা করছি। সামনে এমন আরো ক্যাম্পিং করার পরিকল্পনা রয়েছে।

 

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর