• ঢাকা
  • শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৪
আপডেট : ৮ মার্চ, ২০২৪



লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি : নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এই প্রতিপাদ্য সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার (৮ মার্চ) সকালে কালেক্টরেট ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা মিলিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিয়াংকা দত্ত, পুলিশ পরিদর্শক শিপন বড়ুয়া, ডা: নারর্গিস পারভীন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুলতানা জোবেদা খানম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন লিকা, নারী নেত্রী মমতাজ বেগম প্রমুখ।

আরও পড়ুন