• ঢাকা
  • শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪



লক্ষ্মীপুরে পরিবহন করার সময় ২৭ মণ জাটকা জব্দ

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চর বংশী ইউনিয়নের মেঘনার নদীর পুরান বেড়ি এলাকা থেকে ২৫ ফেব্রুয়ারী (রোববার) ভোরে পরিবহন করার সময় ২৭ মণ জাটকা জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোষ্টগার্ড। এ সময় অভিযানের টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে যায় জড়িতরা।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযানে রায়পুর উপজেলার মেঘনার নদীর পুরান বেড়ি এলাকায় গাড়িকে পরিবহন করার সময় ২৭ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। এ সময় অভিযানের টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে যায় অসাধু ব্যাক্তিরা।
পরে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন এর নির্দেশে ৮টি এতিমখানায় মাছ গুলো বিনামূল্যে বিতরণ করা হয়। অভিযানে কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার ছিদ্দিকুর রহমানসহ জেলা ও উপজেলা মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর