• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৪



লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি:লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি মামুনুর রশিদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কামরুল ইসলাম (৪১) গ্রেফতার করেছে র‌্যাব-১১।গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার চাটখিল থানার পূর্ব দেলিয়াই গ্রামের নিজ বাড়ি থেকে ১৮ ফেব্রুয়ারী (রোববার) ভোরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সেই একই এলাকার দেলিয়াই গ্রামের মকবুল আহমদ ভূঁইয়া এর পুত্র।
এ ব্যাপারে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ও নোয়াখালী সমন্বিত অঞ্চলের ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ গোলাম মোর্শেদ সাংবাদিকদের জানান, নিহত যুবলীগ নেতা মামুনুর রশিদ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন। রাজনৈতিক কারণে তার সাথে স্থানীয় সন্ত্রাসীদের দ্বন্দের সৃষ্টি হয়।  গত ১৮ মে ২০১৫ ইং মামুনুর রশিদ নোয়াখালী চাটখিল থানাধীন দেলিয়াই এর বাজার হতে বাড়ি যাওয়ার পথে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পূর্ব আমানিয়া গ্রামে পৌঁছলে মোঃ কামরুল ইসলাম (৪১) ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে মামুন কে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় তার ভাই মোঃ ফখরুল ইসলাম আসামীদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আসামী মোঃ কামরুল ইসলাম (৪১) এর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। দীর্ঘ পালিয়ে থাকার তথ্য প্রযুক্তির মাধ্যমে কামরুল ইসলাম র‌্যাব-১১ গ্রেফতার করে। তাকে রোববার দুপুরে চন্দ্রগঞ্জ থানা পুলিশের কাছে সোর্পদ করা হবে।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর