প্রতিনিধি : লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের কোয়াটার ভবনের বাউন্ডারি ওয়াল সংস্কার কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগে গণপূর্ত বিভাগে দুদক অভিযান চালিয়েছে। (১৪ ফেব্রুয়ারী) বুধবার সকাল ১০ ঘটিকার থেকে দুপুর ০ দুপুর পর্যন্ত এ অভিযান চলে। চাঁদপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত অঞ্চলের সহকারী পরিচালক আজগর হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।জানা গেছে গণপূর্ত বিভাগের স্টাফ কোয়াটারের বাউন্ডারি ওয়ালে সংস্কারের প্রায় ৭ লক্ষ টাকার কাজ করেন চাঁদপুরের ঠিকাদার বেলাল হোসেন। সংস্কার কাজে ঠিকাদার বেলাল বাউন্ডারি ওয়াল পরিষ্কার এবং পানি না দিয়ে, নিম্নমানের বালু ব্যবহার করে, আস্তরের নির্মাণাধীন কাজ চলমান রেখেছেন, এ কাজ করে কেন্দ্র করে জনমনে নেতিবাচক বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
দুদক সুত্রে জানা যায়, জেলা গণপূর্ত অধিদপ্তরে চলমান দুর্নীতির খবর পেয়ে তারা অভিযানে নামে। অভিযানের দিন দপ্তরটির নির্বাহী প্রকৌশলী মোঃ আকতার হোসেন, প্রধান সহকারী শ্রীবাস চন্দ্র নাথসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত ছিলেন। তবে ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসেন প্রধান সহকারী শ্রীবাস চন্দ্র নাথ।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক আজগর হোসেন সাংবাদিকদের বলেন, আমরা লক্ষ্মীপুরের গণপূর্ত বিভাগের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারসহ কিছু অভিযোগ পেয়েছি।
তাই কমিশনের অনুমতিক্রমে আমরা সরেজমিনে দেখতে এসেছি। তথ্য সংগ্রহ করেছি। এ বিষয়ে আমরা তথ্য কমিশনে প্রদান করবো, কমিশন ব্যবস্থা গ্রহণ করবেন। যা পেয়েছি অবশ্যই এগুলো নিয়ে আমরা নিরপেক্ষ প্রকৌশলীসহ বসবো।
আপনার মতামত লিখুন :