• ঢাকা
  • শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৪
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪



লক্ষ্মীপুরে সড়ক প্রসস্থকরণের নামে দোকান ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: বাজার সড়ক প্রশস্থকরণের নামে বিনা নোটিসে এক ব্যাক্তির মালিকীয় দোকারঘর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী। আজ ১২ ফেব্রুয়ারী (সোমবার) দুপুরে লক্ষ্মীপুরে স্থানীয় একটি দৈনিক পত্রিকা কার্যালয়ের এই সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে পৌরসভার ৬নং ওয়ার্ডের মৃত সফিকুর রহমানের ছেলে ও বিশিষ্ট ব্যবসায়ী মো: জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সম্প্রতি বাজারের সড়ক প্রশস্থকরণের কাজ শুরু হয়। এ সময় তার দখলীয় ০.৪০ পয়েন্ট চান্দিনা ভিটায় তমিজ মার্কেটে সেলিম টেলিকম নামে একটি দোকান ঘর ছিল। পরে জেলা প্রশাসনের মাধ্যমে সড়ক বৃদ্ধি করার নামে তার কাছ থেকে ০.২৪ পয়েন্ট ভূমি অধিগ্রহণ করে। বাকী ০.১৬ পয়েন্টে তার দোকান ঘর ছিল। কিন্তু কোন ধরনের নোটিস বা ক্ষতিপূরণ ছাড়া প্রশাসন গত ০৭ ফেব্রুয়ারী (বুধবার) সকালে তার দোকান ঘরটি ভাংচ্রু করে দেওয়া হয়। এতে তার প্রায় ২৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়। অন্যায় ভাবে দোকান ঘর ভাংচুরের ঘটনায় তিনি সরকার ও প্রশাসনে কাছে ন্যায় বিচার ও ক্ষতিপূরণ দাবী করেন।

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর