প্রতিনিধি: লক্ষ্মীপুরে চোখের সামনে মা নূর জাহান বেগম (৫০) ও ভাই মো. ইমন হোসেন রাহাতকে (২৩) এলোপাতাড়ি মারধর করছে জেঠা ফজল করিম, আরাফাত ও অমি নামে দুই যুবক। পাশে দাঁড়িয়ে থাকা প্রতিবন্ধী শাহানা আক্তার (২২) তার মুঠোফোনে ভিডিও ধারণ করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে (প্রতিবন্ধী) মারধর করে। একপর্যায়ে তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয়। খবর পেয়ে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।লক্ষ্মীপুর পৌরসভার (৫নং ওয়ার্ড) পশ্চিম বাঞ্ছানগর এলাকার জমিদার বাড়ীতে এ হামলার শিকার হয় ওই ভুক্তভোগী পরিবার।
হামলার শিকার পর- নূর জাহান বেগম, তার ছেলে ইমন ও প্রতিবন্ধী মেয়ে শাহানা আক্তার জেলা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেয়।
চিকিৎসা নিতে এসে নূর জাহান বেগম জানান, বহু আগে তার স্বামী মো. বাবুল হোসেন ছেলে-মেয়ে ও তাকে রেখে খাগড়াছড়ি জেলা গিয়ে আরো একটি বিয়ে সংসার বাঁধছে। এখানে সেই দুঃখকষ্টে অন্যর বাড়ি-ঘরে কাজ করে সন্তানদের নিয়ে স্বামীর ভিটে-মাটিতে বসবাস করছেন। কিন্তু স্বামীর বড়-ভাই তার (ভাসুর) ফজল করিম। সেই জমিতে কুদৃষ্টি দেয়। সঠিক ভাবে বন্টন না করে। কারণে-অকারণে বহুবার তাদের ওপর হামলা করছে।
সর্বশেষ (আজ) বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার (বাশুর) ফজল করিম তার ছেলে আরাফাত ও অমি তাকে (নূর জাহান) ও তার ছেলে ইমনকে মারধর করে। পাশ থেকে দাঁড়িয়ে থাকা তার প্রতিবন্ধী মেয়ে শাহানা আক্তার হামলার ঘটনা মুঠোফোনে ধারণ করলে অভিযুক্ত হামলাকারীরা তাকে (প্রতিবন্ধীকে) মারধর করে তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
অভিযোগের ব্যাপারে মোবাইল ফোনে একাধিকবার ফোন করে ফজল করিমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল আলম আরও বলেন- প্রতিবন্ধী পরিবারের ওপর জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন হামলা করছে। এমন একটি অভিযোগ আমরা মৌখিক পেয়েছি। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কাউকে পায়নি। অভিযুক্ত ব্যক্তিদের স্বজনদের বলে আসছি থানায় আসার জন্য। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :