• ঢাকা
  • শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৪
আপডেট : ৮ জানুয়ারি, ২০২৪



আওয়ামীলীগ নেতার বাড়িতে ককটেল হামলার অভিযোগ

গ্রামীণ কণ্ঠ

প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে শ্রীরামপুর গ্রামে চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাকসুদুর রহমানের বাড়িতে ককটেল হামলা ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে বশিকপুর ফাঁড়ি পুলিশ ঘটনারস্থল পরিদর্শন করেছে।এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা মাকসুদুর রহমান সাংবাদিকদের জানান, ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলীগের প্রার্থী এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়নের কেন্দ্র প্রধান সমন্বয়ক ছিলেন। নির্বাচন শেষে তিনি রোববার রাত ১২ টার দিকে তিনি বাসায় গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
গভীর রাতে কে বা কাহারা বাড়িতে প্রবেশ করে ২-৩ টি ককটেল ফুটায়। পরে আমার গাড়ির গ্যারেজে তালা ভাঙ্গা চেষ্টা করে এবং বাড়িতে হামলার চেষ্টা চালায়।
পরে আমি খবর পেয়ে বাড়ির নীচে আসলে তারা পালিয়ে যায়। তিনি দাবী করেন বিএনপি-জামায়াতের লোকজন এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে। নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে কাজ করায় তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটাতে পারে। তবে এ বিষয়ে বশিকপুর পুলিশ ফাঁড়ির কারোর কথা সম্ভব হয়নি।

আরও পড়ুন