• ঢাকা
  • মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৩
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩



লক্ষ্মীপুর-২ আসনে মনোনয়ন প্রত্যাশী নেওয়াজ শরীফ

গ্রামীণ কণ্ঠ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার হিড়িক পড়েছে। নানা অঙ্গনের তারকারা মনোনয়ন কেনায় অংশ নিয়ে নির্বাচনে উৎসব আমেজ এনেছেন। ফরম কিনছেন অনেক জাদরেল নেতারাও। লক্ষ্মীপুর-২ আসন থেকে নৌকার প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লক্ষীপুর ছাত্রলীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য নেওয়াজ শরীফ। তিনিও এবার ফরম কিনেছেন। তার প্রত্যাশা, তিনিই মনোনীত হয়ে নৌকার জয় নিয়ে আসবেন।

 

নেওয়াজ শরীফ বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার এলাকা লক্ষীপুর-২ নির্বাচনী আসনে আওয়ামী লীগের মনোনয়ন লাভের আবেদন পত্র ক্রয় করলাম। সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী সাহেব। স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত থেকে সূদুর জাপানে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। বর্তমানে আমি বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির একজন সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার একজন নেতা হিসেবে দায়িত্ব পালন করছি।’

তিনি বলেন, ‘যেকোনো দুর্যোগ ও উৎসবে আমি আমার এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সদর আংশিক ও রায়পুর বিএনপির ঘাঁটি খ্যাত অঞ্চলে বিগত সময়ের সবচেয়ে বড় জমায়েত ১৫ আগষ্টের শোক সভার আয়োজন করি। সেখানে ১০ হাজার মানুষের জমায়েত হয়। এ ছাড়াও সবসময় দেশের স্বার্থে বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ করা আমার অব্যাহত ছিল।’

 

নেওয়াজ শরীফ আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আর্দশকে বুকে লালন করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশিত পথে অনুপ্রাণিত হয়ে আমি এই দেশ  ও আমার এলাকায় মানুষের জন্য কাজ করতে বদ্ধ পরিকর। আশা রাখছি নেত্রী আমাকে আমার এলাকার কাজ করার সুযোগ হিসেবে নৌকার মনোনয়ন প্রদান করবেন।’

আরও পড়ুন

  • লক্ষ্মীপুর সংবাদ এর আরও খবর