• ঢাকা
  • রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৩
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৩



লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ভূঁইয়া এবং সিনিয়র সহকারী জজ কাজী ফখরুল আবেদীনকে কমিটির দায়িত্ব দেওয়া হয়।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ৫ নভেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ১১৫ কেন্দ্রে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে। এতে আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু (নৌকা), জাতীয় পার্টির মোহাম্মদ রাকিবা হোসেন (লাঙল), জাকের পার্টির সামছুল করিম খোকন (গোলাপ ফুল) ও ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহমুদ (আম) প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা জজ আদালতের আইনজীবী রাসেল মাহমুদ মান্না বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অনুসন্ধান কমিটি গঠন করতে হয়। এতে আমাদের আদালতের দুজন জজ দায়িত্ব পেয়েছেন।

 

জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, অনিয়মরোধে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এতে জেলা জজ আদালতের দুজন জজকে এ কমিটির দায়িত্ব দেওয়া হয়।

৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। ৩ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ৪ অক্টোবর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

 

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর