• ঢাকা
  • রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৩
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৩



৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

গ্রামীণ কণ্ঠ

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে টানা ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা। বুধবার (২৫ অক্টোবর) নির্বাচন কমিশন থেকে জানা গেছে, সার্ভার কক্ষ স্থানান্তরের কাজ চলছে।  বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে এ সেবা বন্ধ থাকবে।

ইসি জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ২৮ অক্টোবর রাত পর্যন্ত টানা ৬৪ ঘণ্টা এনআইডি সেবা বন্ধ থাকবে। এ সময়ে সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূলকক্ষে স্থানান্তর করা হবে। মূলত এসব কারণেই সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সব সার্ভিস বন্ধ থাকবে।

সার্ভার কক্ষ স্থানান্তর হওয়ার পরে ২৯ অক্টোবর (রোববার) সকাল ৯টায় যথারীতি সার্ভিসগুলো চালু থাকবে। নির্বাচন কমিশনের সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন জানান, সার্ভার কক্ষ স্থানান্তরের কাজ চলাকালীন এনআইডি সেবা বন্ধ থাকবে।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর