• ঢাকা
  • রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৩
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৩



চাঁদপুরে ২১টি নৌকাসহ ৪৯ জেলে আটক

গ্রামীণ কণ্ঠ

মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে ২১ টি নৌকাসহ ৪৯ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। গত ২৪ ঘণ্টায় ৭০ কিলোমিটার নৌ-সীমানায় নৌ পুলিশের পাঁচটি থানা ও ফাঁড়ি আলাদাভাবে অভিযান পরিচালনা করে।

নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে ৩ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৮২০ মিটার জাল উদ্ধার, ৩৮২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। অভিযানে পৃথক চারটি মোবাইল কোর্টে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানাসহ ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এছাড়া চাঁদপুর সদর মডেল থানায় পৃথক ৫টি মামলা করা হয়েছে।

এদিকে গতকাল সোমবার সকালে মেঘনা নদীর লক্ষীরচর এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারলে উপজেলা মৎস্য কর্মকর্তাসহ ১৫ পুলিশ আহত হয়। ওইদিন বিকালে যৌথ অভিযান পরিচালনা করে নৌ পুলিশ।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর