• ঢাকা
  • মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৩
আপডেট : ১২ অক্টোবর, ২০২৩



যৌন নিপীড়নের মিথ্যা মামলা : নারীর ৩ বছরের কারাদণ্ড

গ্রামীণ কণ্ঠ

চট্টগ্রামে যৌন নিপীড়নের অভিযোগে মিথ্যা মামলার করার দায়ে সায়রা বানু নামে এক নারীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন আদালত এই রায় দেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি জিকো বড়ুয়া জানান, আদালত আসামিকে তিন বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ সময় তিনজন ঘরে ঢুকে তাকে জোরপূর্বক যৌনপীড়নের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা করেন। ২০২২ সালের ৩১ মে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় সকল আসামিকে খালাস দেন ট্রাইব্যুনাল।

এ দিকে মিথ্যা মামলায় আর্থিক, শারীরিক, সামাজিক ও মানসিক ক্ষয়ক্ষতি ও হয়রানির অভিযোগে মামলার বাদী সায়রা বানুর বিরুদ্ধে একই ট্রাইব্যুনালে মামলা করেন খালাসপ্রাপ্ত আসামি মাহবুবুল আলম। এতে বলা হয়, সৎ মা হয়ে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য সায়রা বানু মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিলেন।

 

ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই রায় দেন। এ সময় আসামি উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

আরও পড়ুন