সৌদি আরবে কর্মরত অবস্থায় ৩ তলার ছাদ থেকে পড়ে মো. ইউসুফ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সৌদি আরবে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮ টায় সৌদি আরবের আভা নামক শহরে কর্মরত অবস্থায় সাইনবোর্ড লাগাতে গিয়ে প্রবল বাতাসের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউসুফের স্বজনেরা।
ইউসুফ লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দী ইউনিয়নের চাঁদখালী গ্রামের মো. ইব্রাহীমের ছোট ছেলে। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইউসুফের ভাই আমিনুল ইসলাম রুবেল জানান, গত ২ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ইউসুফ। সে ভবনে সাইনবোর্ড লাগানোর কাজ করতো। ঘটনার সময় একটি ভবনের সাইনবোর্ড লাগাতে ৩ তলার চাদে উঠে। এসময় বাতাসের তোড়ে সে ছাদ থেকে নীচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। বাড়িতে তার দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
আপনার মতামত লিখুন :