• ঢাকা
  • শনিবার, ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৩
আপডেট : ৫ অক্টোবর, ২০২৩



লক্ষ্মীপুরে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার চরসীতা তোরাব আলী উচ্চ বিদ্যালয় মাঠে চরসীতা ক্রীড়া সংস্থা এ আয়োজন করে।

এতে জেলার বিভিন্ন এলাকার ৩২ টি দল নাম লিখিয়েছে। উদ্বোধনী ম্যাচে জনতা বাজার আশার আলো ও ওয়ারিয়র্স একাদশ অংশ নেয়। এতে জনতা বাজার আশার আলো ৫ গোলে ওয়ারিয়র্সকে পরাজিত করে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।

চরবাদাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম সাব্বিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা আব্দুল মতলব, রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওয়াহেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য আব্দুজ্জাহের সাজু, জেলা পরিষদের সদস্য মেজবাহ উদ্দিন হেলাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আকবর হোসেন সুখী ও যুবলীগ নেতা সেলিম উদ্দিন হাদিস প্রমুখ।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর