• ঢাকা
  • রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৩
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৩



বৃষ্টি হলেই রায়পুর নিউ কলোনির রাস্তা ডুবে

গ্রামীণ কণ্ঠ

বৃষ্টি নেই, তবু সড়কে কাদা-পানি। এমন দৃশ্য দেখা যায় রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিউ কলোনি সড়কে। সড়কটি রায়পুর উপজেলা পরিষদের পাশেই অবস্থিত। এ সড়কে চলতে গিয়ে নাকাল হতে হয় এলাকাবাসীকে।

 

১ কিলোমিটার দীর্ঘ এই সড়কের অর্ধেকটা জুড়েই এমন নোংরা পানির রাজত্ব। সড়কের দুই পাশে পাকা ঘরবাড়ি। পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেন না থাকায় ঘরবাড়ির ময়লা-আবর্জনা ও উপচে পড়া পানি সড়কে জলাবদ্ধতা তৈরি করছে। সম্প্রতি সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

 

পৌর ১ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আব্দুল মান্নান বলেন, আমাদের ১ নম্বর ওয়ার্ডে পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেন নাই, আমাদের হাঁটা-চলা করতে অনেক কষ্ট হয়। এ বিষয়ে মেয়রকে অনেক দফা বলেছি, মেয়র গুরুত্ব দেন না। আজ ৭-৮ বছর থেকে এই অবস্থা, যত মেয়র আসে সবাই আসলে ড্রেন করবে বলে, কেউ করে না।

এলাকায়বাসী আরও জানান, প্রতিবছর বর্ষা মৌসুম এলে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করে।

 

রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু নাছের বাবু বলেন, সড়কের জলাবদ্ধতা নিরসনের জন্য নালা তৈরির বিষয়ে মেয়রের কাছে জানানো হয়েছে। বিষয়টি তিনি দেখবেন বলে জানিয়েছেন।

 

রায়পুর পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন রুবেল বলেন, নিউ কলোনি রোডের ঘর বাড়িগুলো যখন নির্মাণ করে তখন পৌরসভার নিয়ম অনুসারে করেনি। যার ফলে, এ জলবদ্ধতা সৃষ্টি হয়। বরাদ্দ পেলে সড়ক ও নালা-নর্দমা নির্মাণের কাজ শুরু হবে।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর