• ঢাকা
  • রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৩
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৩



চাঁদপুরে ভাগ্নের ছুরিকাঘাতে মামার মৃত্যু, দুলাভাই পলাতক

গ্রামীণ কণ্ঠ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভাগ্নের ছুরিকাঘাতে মামার মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত ভাগ্নেকে আটক করেছে পুলিশ।

নিহত মানিক হোসেন (২৫) চরমাছুয়ার আরশাদ মিয়ার ছেলে।
স্বজনরা জানান, দুপুরে পারিবারিক বিষয়ে মানিক তার দুলাভাই আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে পাশে থাকা ভাগ্নে আরিফ হোসেন (২২) মানিকের গলায় ছুরিকাঘাত করেন। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার আগেই মানিকের মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর আরিফের বাবা ও নিহত মানিকের দুলাভাই আনোয়ার হোসেন এলাকা ছেড়ে গাঢাকা দিয়েছেন। পুলিশ ইতিমধ্যে আরিফকে আটক করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা আরশাদ মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মূল অভিযুক্তকে আটক করা হয়েছে।

অভিযুক্তের পলাতক বাবাকেও আটকের চেষ্টা চলছে।
চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, এমন মর্মান্তিক হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর