• ঢাকা
  • শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৩
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৩



নির্বাচনের আগে সড়ক সংস্কারের দাবি সুবর্ণচরবাসীর

গ্রামীণ কণ্ঠ

বড় বড় গর্ত আর কাদা মটিতে একাকার সড়কটি। দেখতে মনে হবে ছোট পুকুর, বা চাষাবাদ যোগ্য উর্বর জমি। একবারে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে সুবর্ণচরের বরইতলা থেকে মধু মসজিদ সড়কটি। এটি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী গ্রামের সড়ক।

শুকনু মৌসুমে এ সড়ক দিয়ে চলাচল করে একাধিক গ্রামের মানুষ। কিন্তু বর্ষা এলেই অল্প বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে পড়ে সড়কটি। সড়ক দিয়ে কোটি টাকার কৃষি পন্য যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তবে গেল কয়েকবছরেও সংস্কারের উদ্যোগ নেই সংশিষ্টদের।

বৃহস্পতিবার সকালে ‘আমাদের দাবি একটাই, নির্বাচনের আগে সড়ক সংস্কার চাই’এই স্লোগানে মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী। এতে অংশ নেয় গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে এটি বেড়িবাঁধ হিসেবে তৈরি হয়েছে। আ.লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় এটি সলিং করা হয়। তবে কয়েকবছর পেরিয়ে গেলেও নেই সংস্কার। এজন্য ব্যবহারের অনুপযোগী গ্রামীন এ সড়ক।

ব্যবসায়ীরা জানান -কোম্পানিগঞ্জের সাথে চলাচলের মাধ্যম ছিল এটি কিন্তু কালের ধারাক্রমে চলাচলের অচল হয়ে পড়ছে এই সড়কটি। এটি দ্রুত সংস্কার করা না হলে এ গ্রামের অর্থনৈতিক অবস্থা অচল হয়ে পড়বে।

স্থানীয় মধু মসজিদের সভাপতি – লাল মিয়া বলেন- আমরা আর কিছু চাই না নির্বাচনের আগে সুবর্ণচরের সড়ক গুলো সংস্কার যে করবে তাকে ভোট দিব। আমাদের এমপি একরামুল করিম চৌধুরী অনেক বার আশা দিয়েছে। কিন্তু তবুও কেন সড়টি হয়না। আমরা অতিদ্রুত এটি সংস্কার চাই।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর