• ঢাকা
  • বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৩
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৩



রামগতিতে সাবেক স্ত্রী ও শশুরকে কুপিয়ে হত্যা

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে সাবেক স্ত্রী ও শশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় শাশুড়িকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম- মো. সুমন। নিহতরা হলেন- ওই যুবকের স্ত্রী রাশেদা আক্তার ও শশুর বাদশা মিয়া। আহত হন শাশুড়ি আঙ্কুরী বেগম।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসেছি। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। ঘাতক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়দের বরাতে ওসি আরও বলেন, চট্টগ্রামের বাসিন্দা সুমনের সঙ্গে রাশেদার বিয়ে হয়। বিয়ের পর থেকেই ওই যুবক তাকে মারধর করত। তাই কৌশলে রাশেদাকে তার বাবা মা নিয়ে আসে। পরে তাকে এলাকায় ফের বিয়ে দেওয়া হয়। অনেকদিন হয়ে গেলেও সুমনের কাছে রাশেদা ফিরে যাচ্ছিল না। এতে বুধবার সন্ধ্যায় সুমন তার স্ত্রীকে নিতে আসে। পরে তার স্ত্রীর দ্বিতীয় বিয়ের ঘটনাটি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে উঠেন। এসব নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রাশেদা, শশুর বাদশা ও শাশুড়ি আঙ্কুরিকে কুপিয়ে সুমন পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই রাশেদা ও তার বাবা বাদশা মারা যান। আহত অবস্থায় আঙ্কুরী বেগমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

চরবাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিম বলেন, বাদশা ও তার মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাদশার স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন