• ঢাকা
  • শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৩
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৩



ইসলামি ব্যাংকে লেনদেন করে পুরস্কার পেলেন রোশন আরা

গ্রামীণ কণ্ঠ

রায়পুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুর ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বা প্রবাসী আয় আনা বাড়াতে ওয়াশিং মেশিন উপহার দিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ইসলামি ব্যাংক রেমিট্যান্স উৎসবের নবম দিনের ওয়াশিং মেশিন বিজযী হলেন রোশন আরা বেগম।

তিনি রায়পুর শাখার অধীনে পরিচালিত কাজীর দিঘীরপাড় এজেন্ট আউটলেটের রেমিট্যান্স গ্রাহক।

এ উপলক্ষ্যে সোমবার ইসলামি ব্যাংক রায়পুর শাখার ব্যবস্থাপক ও ব্যাংকের ফাস্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিজয়ী গ্রাহকের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন শাখার ম্যানেজার অপারেশন মোহাম্মদ নেছার উদ্দিনসহ অনেকে।

রোশন আরা বেগম বলেন, পুরষ্কার পেয়ে আমার ভালো লাগছে। ব্যাংকের এ ধরণের কার্যক্রমকে স্বাগত জানাই।

তিনি আরো বলেন, আমি ১৫ বছর ধরে ইসলামি ব্যাংকের সঙ্গে লেনদেন করে আসছি ৷ কোনদিন আস্থা ও বিশ্বাসের ঘাটতি হয়নি। এ পুরস্কার সেই আস্থার প্রতিদান।

প্রসঙ্গত, চলমান রেমিট্যান্স উৎসব ১৯ অক্টোবর পর্যন্ত চলবে।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর