• ঢাকা
  • রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৩
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৩



শিক্ষার্থীরা আদর্শ মানুষ হলেই দেশে দুর্নীতি কমে যাবে : দুদক মহাপরিচালক

গ্রামীণ কণ্ঠ

শিক্ষার্থীরা আদর্শ মানুষ হলেই দেশে দুর্নীতি কমে যাবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের মোহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় ফাতেমা খাতুন সাহাদাত উল্যাহ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসিতে জিপি-৫ প্রাপ্ত ৯টি বিদ্যালয়ের ২৭ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।

মোহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন আরিফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মতিন, রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, দালালবাজার এনকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউর রহমান, সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ।

দুদক মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন বলেন, ‘প্রকৃত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই দেশে দুর্নীতি কমে যাবে। আমরা দুর্নীতিবাজদের ধরে আইনের আওতায় আনছি। একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সততা সংঘ, সততা স্টোর স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি। সততা একটি সমন্বিত বিষয়। আজকের শিক্ষার্থীই আগামীতে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে। এজন্য শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি।’

দুদক মহাপরিচালক বলেন, ‘শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। শিক্ষায় বিনিয়োগ করে কাউকে ক্ষতির সম্মুখীন হতে হয়নি। এ বিনিয়োগে সবাই সফল হয়েছে। শিক্ষায় বিনিয়োগ দেশ-সমাজ ও জাতির কল্যাণ বয়ে আনবে।

 

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর