• ঢাকা
  • শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৩
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০২৩



লক্ষ্মীপুরে শিশুকে পিটিয়ে জখম, শিক্ষকের বিরুদ্ধে মামলা

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে আরাফাত রহমান রিশাদ (৯) নামে এক শিশু শিক্ষার্থীকে বেদম পিটিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রিশাদের মা রাহিমা বেগম বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।
তবে রাত সাড়ে ৮ টায় পর্যন্ত অভিযুক্ত শিক্ষক বেলাল হোসেনকে গ্রেপ্তার করতে পারেননি পুলিশ।

রিশাদ সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড় আউলিয়া গ্রামের সৌদি প্রবাসী আরিফুর রহমানের ছেলে। শিক্ষক বেলাল হোসেন বড় আউলিয়া দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক। রিশাদ ওই প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

রিশাদের মা রাহিমা বেগম জানান, শ্রেণিকক্ষে মনোযোগী থাকার অভিযোগে বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে রিশাদকে বেদম বেত্রাঘাত করে শিক্ষক বেলাল হোসেন। এতে তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। তবে ঘটনাটি পরিবারের লোকজনকে জানাতে নিষেধ করা হয়। কিন্তু শিক্ষকের বেত্রাঘাতে রিশাদ অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারকে জানায়। তখন তারা শরীরে জখমের চিহ্ন দেখতে পান। পরদিন বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পরিবারের লোকজন তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

ঘটনার পর থেকে শিক্ষক বেলাল হোসেনের মোবাইল ফোন বন্ধ রয়েছে। তবে ওই মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারী আলমগীর হোসেন আলম বলেন, ঘটনাটি দুঃখজনক। ছাত্রকে এভাবে মারা ঠিক হয়নি। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর