• ঢাকা
  • বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৩
আপডেট : ১৭ আগস্ট, ২০২৩



লক্ষ্মীপুরে অন্তরঙ্গ ছবি দিয়ে গৃহবধূকে ব্ল্যাকমেইলজ, যুবকের ৫ বছরের সাজা

গ্রামীণ কণ্ঠ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে পর্নোগ্রাফি মামলায় মনির হোসেন (৩১) নামে এক যুবককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতে আসামি মনিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মনির কমলনগরের চরলরেন্স ইউনিয়নের চরলরেন্স গ্রামের আব্দুর রহিমের ছেলে ও স্থানীয় চৌধুরী বাজারের রুনা টেলিকম দোকানের স্বত্ত্বাধিকারী।

আদালত ও এজাহার সূত্র জানায়, মামলার বাদী এক প্রবাসীর স্ত্রী (২৬)। তিনি কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। বাদীর স্বামী প্রবাসে থাকে। আসামি মনিরের দোকানে গৃহবধূ তার ব্যবহৃত মোবাইল ফোন মেরামতের জন্য যান। এ সুযোগে মনির ওই মোবাইল ফোন থেকে গৃহবধূ ও তার স্বামীর অন্তরঙ্গ কিছু ছবি তার কম্পিউটারে নিয়ে নেন। পরে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহবধূকে ভয়ভীতি দেখান। এটি পুঁজি করে গৃহবধূর সঙ্গে বিভিন্ন সময়ে অনৈতিক সম্পর্ক স্থাপন করে মনির। পরে সেগুলোও মোবাইল ফোনে ধারণ করে রাখে এবং গৃহবধূকে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেন। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি অন্তরঙ্গ ভিডিও ফুটেজ তার ব্যবহৃত ফেসবুকের ম্যাসেঞ্জারসহ আরও দুটি ফেসবুক আইডি থেকে গৃহবধূর স্বামী এবং তার বোনের ম্যাসেঞ্জারে পাঠায় মনির।

এ ঘটনায় ২০২২ সালের ২০ ফেব্রুয়ারী ওই গৃহবধূ বাদী হয়ে মানিরের বিরুদ্ধে কমলনগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। একই বছর ৪ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও কমলনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সফিকুল ইসলাম আদালতে মনিরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালতে এ রায় দেন।

আরও পড়ুন