অস্ট্রেলিয়া থেকে ছুটি কাটিয়ে বুধবার দুপুরে বাংলাদেশে ফিরেছেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শ্রীলঙ্কা থেকে এদিন একই সময়ে ফিরেছেন টাইগার ক্রিকেটার তাওহীদ হৃদয়। বিমানবন্দর থেকে কোচ এবং ক্রিকেটারকে বের হতে দেখা গেছে একই সময়ে।
জানা গেছে, রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসবেন হাথুরুসিংহে। সেখানে টাইগার এই কোচের সঙ্গে অধিনায়ক ইস্যুতে কথা বলবেন পাপন।
দুই-একদিনের মধ্যে জানানো হবে নতুন ওয়ানডে অধিনায়কের নাম। এ ব্যাপারে মঙ্গলবার গতকাল ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা দিন দুই-তিনের মধ্যে বিফোর ১২ সেপ্টেম্বর আমাদের ডেডলাইন আছে, তার আগে আমরা ক্যাপ্টেন নির্বাচন করে আপনাদের জানিয়ে দেবো।’
চলতি মাসের শেষ দিকে এশিয়া কাপ। এরপর নিউ জিল্যান্ড সফর ও বিশ্বকাপ। যে কারণে আগামী দুই মাস ব্যস্ত সময়ই পার করবে টাইগার ক্রিকেট। যে কারণে দ্রুতই ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করতে চাইছে বিসিবি।
আপনার মতামত লিখুন :