নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজ উল্যাহ মনা বাকশাল (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মুক্তিযোদ্ধা সংসদ লক্ষ্মীপুর জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার।
শনিবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার দিকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বড় ছেলে মোরশেদ আলম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্র জানায়, মনা বাকশাল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার (৬ আগস্ট) সকাল দালালবাজার ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার জানাজা অনুষ্ঠানের কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি দালালবাজার এলাকার বাসিন্দা।
আপনার মতামত লিখুন :